Your cart · 0 items
ঘরে মোমবাতির ব্যবহার ও সৌন্দর্য বৃদ্ধি
ঘরে মোমবাতি ব্যবহারের কিছু উপায়: লিভিং রুমে: সেন্টেড ক্যান্ডেল রাখলে ঘরে ছড়িয়ে পড়ে মনভোলানো ঘ্রাণ ও উষ্ণ আবহ। বাথরুমে: স্পা-মুড তৈরি করতে মোমবাতির আলো একদম পারফেক্ট। ডাইনিং টেবিলে: ক্যান্ডেল লাইট ডিনার শুধু রোমান্টিক নয়, ঘরকেও করে তোলে বিশেষ। বেডরুমে: হালকা আলো ঘুমের আগে মনকে শান্ত করে। ডেকোর কর্নারে: ছোট প্ল্যান্ট, বই ও ক্যান্ডেল মিলে তৈরি করে আর্টিস্টিক ভাইব। সৌন্দর্য বৃদ্ধির টিপস: কাঁচের বা সিমেন্টের হোল্ডারে মোমবাতি রাখলে ঘরে আসে মডার্ন লুক। ঘরের থিমের সঙ্গে মিলিয়ে রঙ ও ঘ্রাণ বেছে নিন। সন্ধ্যার পর মৃদু আলোয় ক্যান্ডেল জ্বালিয়ে দিন— দেখবেন ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে যাবে।